পাঠ্যপুস্তক উৎসব দিবসে বই বিতরণ

20

রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়: রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবসে প্রধান অতিথি থেকে বই বিতরণ উদ্বোধন করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি গিয়াস উদ্দিন খান স্বপন। শিক্ষক আনন্দ বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ, পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম, রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর অলি আহমদ, শিক্ষক নেতা নির্মল কান্তি দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, পরিচালনা পরিষদ সদস্য মো. ইউসুফ।

লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়: বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয়ে প্রতি বছরের মতো এ বছরও ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বই বিতরণকে কেন্দ্র করে বছরের প্রথম দিন সকাল থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রধান অতিথি ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক উসুই ঞোয়াই মার্মা জয়, গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কুতুব উদ্দিন লিয়ন, নবাগত ইনচার্জ মুফিজুন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মংক্যচিং মার্মা, অভিভাবক সদস্য নুরুল ইসলাম, লামা পৌরসভার মহিলা কাউন্সিলর শাকেরা বেগম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিন নতুন বই’র গন্ধে উৎফুল্ল হয়ে উঠেছে কোমলমতি ছাত্রছাত্রীরা। এদিকে একই দিন উপজেলার সব কটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও বই বিতরণ করা হয়। এসব বিদ্যালয়ে বিতরণ উদ্বোধন করেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র জহিরুল ইসলাম ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল।

কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়: বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ১ জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী বিশু। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অরুদ্যূতি চৌধুরীর সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষিকা সুবর্না চৌধুরী, আকুবদন্ডী ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এসএম আবুল মনসুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক বিকাশ নাথ, পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য টিটন দে টিটু, মো. আকবর হোসেন, শিক্ষিকা কুমকুম চৌধুরী, বিবি সায়রা প্রমুখ। শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উপলক্ষে নতুন বই তুলে দেন।
রাইজিং সান কেজি এন্ড হাই স্কুল: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে পাঠ্যপুস্তক উৎসব দিবসে প্রধান অতিথি থেকে বই বিতরণ উদ্বোধন করেন চন্দ্রঘেনা কদমতলী ইউপি জেয়ারম্যান ইদ্রিছ আজগর। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডাক্তার বিকে দেওয়ানজীর সভাপতিত্বে বই উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন সওদাগর, স্কুলের প্রধান শিক্ষক মধু সুদন ঘোষ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, মোজাম্মেল হক মোজা মেম্বার, সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার, শিক্ষক সুকান্ত বড়–য়া, গৌরপদ দাশ, পলাশ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি