পাঠানটুলী ওয়ার্ডে অনলাইন সেবা কার্যক্রম শুরু

46

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও ড. সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে ‘জনগণের দোরগোড়ায় সেবা’ পৌঁছে দেয়ার উদ্ভাবনী উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও এটুআই-এর প্রত্যয়ন প্রকল্পের পক্ষ থেকে কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ড কর্তৃক http://prottoyon.gov.bd থেকে অনলাইনে আবেদন গ্রহণ ও অনুমোদন কার্যক্রমের ডিজিটাল সেবার সূচনা হয়েছে। গতকাল অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর।
প্রত্যয়ন প্রকল্প পরিচালক মো. সামাওয়াত উল্লাহর সার্বিক পরিকল্পনায়, প্রত্যয়ন চট্টগ্রাম ইনচার্জ এ এম মাহমুদের প্রত্যক্ষ ব্যবস্থাপনায়, প্রত্যয়ন প্রজেক্ট কো-অর্ডিনেটর নাজমুল হাকিমের সহযোগিতায় ও আইটি ডিজিটাল সচিব মুজিবুল হকের সমন্বয়ে ২৮নং পাঠানটুলী ওয়ার্ড অফিসে জাতীয়, উত্তরাধিকার, মৃত্যু, চারিত্রিক, মুক্তিযোদ্ধা, ভূমিহীন সনদ সহ কাউন্সিলর অফিসের বিভিন্ন প্রয়োজনীয় সনদ এখন খুব সহজেই পাওয়া যাবে এই সাইটে অনলাইনে আবেদনের মাধ্যমে। বিজ্ঞপ্তি