পাখি হতে চাও

53

 

পাখি হতে চাও, হতে পারো তুমি শোনো
তারা সুখি খুব, এ কথা তোমার মতে
পাখি হবে? ভালো, তাতে বাঁধা নেই কোনো
পাখিরা কখনো শুনেছ মানুষ হতে?

পাখি হতে চাও, পাখিরা বাহিরে থাকে
তোমাকে ওখানে থেকে যেতে হবে জানো?
ওখানে পাবে না, ভাই বোন মা বাবাকে
পাখি শিকারির হাতে যেতে পারে প্রাণও।

ভালো ও মন্দ পাখিরা কষ্ট সয়
তাদের জীবনে মূহুর্তে কতো ভয়

তারা ওঠে রোজ সূর্য ওঠার আগে
তোমাকে তাহলে উঠতে হবে তো ভোরে
পাখিরা জানো কী সব্বার আগে জাগে
খাবার জন্যে এখানে সেখানে ঘোরে।

সারাদিন তারা কতো রকমের কাজে
নিজেরা নিজের দেখাশোনা সব করে
কখনো সখনো সবুজের ভাঁজে ভাঁজে
গান গেয়ে যায় আনন্দে মন ভরে।

তারা তো পাখি, তুমি হতে চাও পাখি
তুমি পাখি হলে ঝড়-ঝঞ্জার সাথে
মোকাবেলা তুমি করতে পারবে নাকি?
বলো না পারবে, টর্ণেডো আটকাতে?