পাখি হওয়ার স্বপ্ন

279

ঘুমের দেশে পড়ে না ডাক সাড়া
মৌমাছিও বাক্হারা বাক্হারা
না সকালও আঁধার ভেঙে আসে
না ফোটে ফুল মিষ্টি পাখি ছাড়া।

এই দুনিয়ায় সুরেরধারা পাখি
না ছড়ালে রঙিন ফুলের কানে
ছুটবে না সুরভি, প্রজাপতির-
ডানার কাঁপন থামবে বিষাদ গানে।

আকাশ রোদের ঝলমলে উৎসবে
হবে না তো আনন্দে আটখানা
দেখবে না কেউ মোহন স্বাধীনতা
পাখিরা যদি গুটিয়ে রাখে ডানা।

রঙিন পাখির মুক্ত ডানা ছাড়া
আর কি জমে অবাক মজার খেলা
ফুরুৎ করে ডিগবাজিতে শূন্যে
হাওয়ায় তুলে মায়াবী ঢেউমেলা ?
মা ঘুমালে ভর দুপুরে বনে-
জান্লা ধরে কী লাভ দিয়ে উঁকি
পাখিবিহীন পাতার ফাঁকে দুষ্টু
বাতাস পরির শুধুই লুকোলুকি।

নেই পাখি তো উধাও মুখরতা
মৌন নিঝুম পাহাড়ে বন-মেয়ে
শুকনো পাতায় এলোমেলো হাওয়া
যায় বেদনার গান গোপনে গেয়ে।

পাখির বুকে অনেক ভালোবাসা
একটু দেবো-নেবো বলে ডাকি,
কিন্তু কাছে আসে না, হায় আমার
পাখি হওয়ার স্বপ্ন কাড়ে পাখি।