পাক হাসপাতালে আইনজীবীদের তাণ্ডব, নিহত ৪

31

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিক্ষুব্ধ আইনজীবীরা একটি হাসপাতালে তাণ্ডব চালালে পরিস্থিতির শিকার হয়ে চার রোগীর মৃত্যু হয়েছে। এক আইনজীবীকে চিকিৎসকরা মারধর করার ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতালে ভাংচুর চালায় আইনজীবীরা। বুধবার পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলোজিতে (পিইসি)ক্ষুব্ধ আইনজীবীদের কয়েক ঘণ্টার তাণ্ডব আর ভাঙচুরের পর ১২ জনেরও বেশি আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে রাজ্য সরকার। লাহোরের পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানান, ‘বিক্ষুব্ধরা হৃদরোগ হাসপাতালের দরজা-জানালাসহ যন্ত্রপাতি ভাঙচুর করেছে। কয়েকটি গাড়িতেও তারা আগুন দিয়েছে।’ হাসপাতালের এক চিকিৎসক জানান, বিক্ষোভকারীদের কেউ কেউ গুলিও ছুড়েছে। তারা পুলিশের দিকে ইট-পাথর ছুড়ে মারে বলে জানান তিনি।