পাক ক্রিকেটাররা পিতৃ-মাতৃত্বকালীন ছুটি পাবেন

8

এবার পিতা-মাতা হতে যাওয়া ক্রিকেটারদের জন্য দারুণ কিছু সুখবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, তাদের নতুন নীতিমালায় নারী ক্রিকেটাররা ১২ মাস বা ১ বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন। আর স্ত্রী সন্তানের জন্ম দিলে পুরুষ ক্রিকেটার পাবেন ৩০ দিন বা এক মাসের ছুটি। এই সময় চুক্তি ভিত্তিক ক্রিকেটাররা পাবেন বেতনও।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া এই সুবিধা শুরু হবে পাকিস্তানের নারী ক্রিকেট দলের অধিনায়ক বিসমাহ মারুফকে দিয়ে। কেননা সন্তান সম্ভবা হওয়ায় কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্ট কালের জন্য বিরতি নিয়েছেন তিনি।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এই ছুটির সুবিধা আগে ছিল না। বেতনসহ ছুটি ছাড়াও চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের রয়েছে আরও বেশ কিছু সুযোগ-সুবিধা। ১২ মাস খেলার বাইরে থাকার পরও তাদের পরের বছরের চুক্তিতে রাখার নিশ্চয়তা দিয়েছে পিসিবি।