‘পাকিস্তান থেকে আমাদের শেখার আছে’

92

করোনাকালে নতুন পরিচয় যুক্ত হয়েছে তামিম ইকবালের নামের পাশে। ব্যাটিংয়ের সঙ্গে তিনি দক্ষ উপস্থাপকও। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব চ্যানেলে দেশ-বিদেশের নামি সব ক্রিকেটারকে নিয়ে আড্ডা দিচ্ছেন প্রায় প্রতিদিনই। এবার নিজেই অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন রমিজ রাজার ইউটিউব চ্যানেলে। সেখানেই বাংলাদেশি ওপেনারের মুখে ঝরেছে পাকিস্তানের ফাস্ট বোলিংয়ের প্রশংসা। বাংলাদেশ বিশ্বমানের স্পিনার পেয়েছে, কিন্তু পেসার সেভাবে গড়ে ওঠেনি। কারণ হিসেবে কন্ডিশনের বিষয়টি সবসময় সামনে আসে। কিন্তু পাকিস্তানের উইকেট বাংলাদেশের মতো হলেও তারা প্রতিনিয়ত বিশ্বমানের সব পেসার তৈরি করছে।
ফাস্ট বোলার তৈরিতে তাই বাংলাদেশের পাকিস্তানকে অনুসরণ করা উচিত বলে মনে করেন তামিম। ৩১ বছর বয়সী ওপেনার প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাঈদ আজমলকে। তাকে ঠিক মতো খেলতেই পারতেন না তামিম, ‘সেরা সময়ে সাঈদ আজমল ছিল অবিশ্বাস্য এক বোলার। তাকে বুঝতেই পারবেন না আপনি। আমি তার বোলিং বুঝতাম না।’