পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথ মহড়া চালাবে আজারবাইজান

1

 

পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালাবে আজারবাইজান। আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে এই মহড়া অনুষ্ঠিত হবে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।
বিবৃতিতে বলা হয়েছে, ‘থ্রি ব্রাদার্স-২০২১’ শীর্ষক এই মহড়ার লক্ষ্য হচ্ছে নিজ নিজ দেশের বিশেষ বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। ২০২১ সালের জুলাইয়ে আজেরি পার্লামেন্টে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকু ঘোষণাপত্র গ্রহণ করে আজারবাইজান, তুরস্ক ও পাকিস্তান। নিজ নিজ দেশের পক্ষে স্ব স্ব দেশের স্পিকার এই ঘোষণাপত্র গ্রহণ করেন। এতে সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। নিজ নিজ অঞ্চলে অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে দেশগুলোর ভূমিকার ওপরও জোর দেওয়া হয় ওই ঘোষণায়।