পাকিস্তানে সামরিক বিমান বিধ্বস্ত পাইলট নিহত

20

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিমান বাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। বুধবার সকালে মহড়াকালে ইসলামাবাদের উপান্তে জঙ্গল-পাহাড় ঘেরা শাকারপারিয়ান অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, আগামী ২৩ মার্চ অনুষ্ঠিতব্য পাকিস্তান দিবস উপলক্ষে সামরিক মহড়াকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলট হলেন- উইং কমান্ডার নওমান আকরাম। দুর্ঘটনাকালে যথাসময়ে বিমান থেকে বেরোতে না পারায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একতি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলতি বছরে এ নিয়ে পাকিস্তান বিমান বাহিনীর ৩টি প্লেন বিধ্বস্ত হলো। এর আগে ফেব্রুয়ারি মাসে একই সপ্তাহে দুটি বিমান বিধ্বস্ত হয়। কিন্তু, ওই দুই পাইলটই যথাসময়ে বিমান ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হন।