পাকিস্তানে ফের নিষিদ্ধ হলো টিকটক

7

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ‘অশ্লীল কন্টেন্ট’ প্রচারের দায়ে ছয় মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে অ্যাপটি নিষিদ্ধ হলো। বৃহস্পতিবার অ্যাপটির বিরুদ্ধে দায়েরকৃত এক পিটিশনের শুনানির সময় পেশোয়ার হাইকোর্টের প্রধানবিচারপতি কায়সার রশিদ খান এই আদেশ দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গত বছরের অক্টোবরে পাকিস্তানের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ একই ধরনের অভিযোগে টিকটক নিষিদ্ধ করে।