পাকিস্তানে নিউজিল্যান্ড দলকে হুমকি, সিরিজ স্থগিত

6

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল গতকাল শুক্রবার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পুরো সিরিজ স্থগিত করে দেশে ফিরে যাচ্ছে কিউইরা। এই বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, ‘পাকিস্তানের বিপক্ষে আজ (গতকাল) রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার কথা ছিল দলের। সেখান থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ছিল লাহোরে। কিন্তু পাকিস্তানে হুমকির মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিউজিল্যান্ড সরকার জানানোর পর এবং মাঠে থাকা নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা উপদেষ্টাদের পরামর্শক্রমে সিদ্ধান্ত হয়েছে, বø্যাকক্যাপসরা এই সফরে আর খেলবে না। দলকে ফেরত নেয়ার বন্দোবস্ত করা হচ্ছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড আরেকটি বিবৃতিতে জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে, তারা কিছু নিরাপত্তা সতর্কতা পেয়েছে এবং একতরফাভাবে সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি এবং পাকিস্তান সরকার সফরকারি সব দলের জন্য প্রশ্নাতীত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকে।’ ‘নিউজিল্যান্ড ক্রিকেট দলের জন্যও আমরা সেই ব্যবস্থাই রেখেছি। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, আমাদের গোয়েন্দা বিভাগ বিশ্বের অন্যতম সেরা। সফরকারি দলের জন্য কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এখানে।’ এর আগে এ কারণেই নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হতে পারেনি। এর ফলে দুই দলের ক্রিকেটারদেরই হোটেল রুমে অবস্থান করতে বলেছিল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এদিকে নিরাপত্তাজনিত কারণে কোনো ম্যাচ না খেলে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কিউইদের এমন সিদ্ধান্তে চটেছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। তিনি মনে করেন নিউজিল্যান্ড এমন সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান ক্রিকেটকে হত্যা করেছে।