পাকিস্তানে অনূর্ধ্ব-১৬ দলের তিন দিনের ম্যাচ ড্র

23

নিরুত্তাপ ড্র হয়েছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল তিন দিনের ম্যাচটি। আগের দিন প্রথম ইনিংসে স্বাগতিকদের অল্প রানে থামিয়ে জয়ের দারুণ সম্ভবনা তৈরি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। শেষ দিনে দরকার ছিল দ্রæত রান তোলার পর বোলারদের সাফল্যের পুনরাবৃত্তি। তবে কোনো চাওয়াই পূরণ হয়নি। ড্র’তে সমাপ্তি ঘটলো ম্যাচটির।
রাওয়ালপিন্ডির কেআরএল স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১১৯ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। অধিনায়ক নাঈম আহমেদের ফিফটিতে পাকিস্তানকে ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ৪৩ ওভারে ২ উইকেটে ১১২ রান করার পর ড্র মেনে নেয় দুই দল।
আগামী বুধবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ তিন দিনের ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪, ৬ ও ৮ নভেম্বর।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ১ম ইনিংস : ২০৪
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ১ম ইনিংস: ১১৭