পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করবে ইরান

6

 

পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তাগত সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে তার দেশ কোনো সীমারেখা মেনে চলবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। ইরান সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি মঙ্গলবার তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি নিজ দেশের এ অবস্থান তুলে ধরেন। তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে কোরেশি ইরান সফর করছেন। বুধবার এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিদলের সফর বিনিময় অনুষ্ঠিত হলে দ্বিপক্ষীয় সহযোগিতাও শক্তিশালী হবে।
তিনি আফগান জনগণের দুঃখ-দুর্দশাকে উদ্বেগজনক অভিহিত করে বলেন, আমরা আফগানিস্তানে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চাই এবং এ কাজে পাকিস্তান আমাদেরকে সাহায্য করতে পারে। মার্কিন সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তানে আইএস এর উত্থানে উদ্বেগ প্রকাশ করে রায়িসি বলেন, আফগানিস্তানের চলমান সংকটের জন্য আমরা যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করি। কারণ, আইএসকে মার্কিন সরকারই তৈরি করেছে।