পাকিস্তানের ব্যাটিংয়েও ধসের আশায় লিটন

6

 

ম্যাচের পরিস্থিতিতে আশার ছবি খুব একটা নেই বাংলাদেশের জন্য। তবে ম্যাচের ফেলে আসা পথ থেকে প্রেরণার উপকরণ খুঁজে নিচ্ছেন লিটন দাস। বাংলাদেশ যেভাবে বড় স্কোরের সম্ভাবনা জাগিয়েও গুটিয়ে গেছে এক সেশনে, পাকিস্তানের ইনিংসও সেভাবে ভেঙে পড়তে পারে!
গতকাল খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিটন বললেন, দ্বিতীয় দিনের মতোই চিত্র বদলে যেতে পারে তৃতীয় দিনে। ‘প্রথম দিন লাঞ্চের আগে যখন ৪ উইকেট পড়ে যায়, হয়তো সবাই ধারণা করছিল বাংলাদেশ দ্রæত অলআউট হয়ে যাবে। ওখান থেকে আমি আর মুশফিক ভাই অনেক ভালো জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছি। আমরা যখন দিন শেষ করেছি, তখন ভাবনায় ছিল যে বড় সংগ্রহের দিকে যাব। কিন্তু এটাই ক্রিকেট। যেটা আগের দিন হয়, সেটা পরেরদিন হয় না।’ ‘পাকিস্তান ভালো অবস্থায় আছে কারণ কোনো উইকেট হারায়নি। আমার মনে হয় আমরা যদি কাল (আজ) সকালে ২-৩ উইকেট নিতে পারি, তাহলে একই জায়গায় চলে আসবে খেলা।’ পাকিস্তানের দুর্দান্ত একটি দিন শেষে ম্যাচের যা চিত্র, তাতে লাগাম এখন পুরোপুরি পাকিস্তানের হাতে। তবে পাঁচ দিনের ম্যাচে দুই দিন শেষেই সিদ্ধান্তে উপনীত হওয়ার কিছু দেখছেন না লিটন।