পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে ফিরছেন আমির

27

সব শঙ্কা উড়িয়ে দিয়ে আসন্ন ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড়ে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির। বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাচ্ছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ খেললেও ভাইরাসজনিত অসুস্থতার কারণে দলে ছিলেন না আমির। তৃতীয় ম্যাচের আগে শরীরে চিকেন পক্স হওয়ায় ঝুঁকির মুখে পড়ে যায় তার বিশ্বকাপ স্বপ্ন। সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে না পারলে ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ার সম্ভাবনাও ছিল তার। তবে বৃহস্পতিবার আমিরের ফেরার ব্যাপারে নিশ্চিত হয়েছে পিসিবি। দুই সপ্তাহের মধ্যে এই ২৭ বছর বয়সী গতি তারকা সুস্থ হবেন বলে আশাবাদী পাকিস্থান অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার। আপাতত সুস্থ হওয়ার পথে আমির। চিকেন পক্সে আক্রান্ত হওয়ার পরপরই তাকে লন্ডনের এক মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
আমিরের কপাল খুলে দিয়েছে ইংলিশদের বিপক্ষে চলতি সিরিজে পাকিস্থানি বোলারদের ব্যর্থতা। ব্রিস্টলে তৃতীয় ম্যাচে ৩৫৮ রানের পাহাড়সম টার্গেট দিয়েও বোলাররা জয় এনে দিতে পারেনি পাকিস্থানকে। ৩১ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও ১২ রানে জয় পায় স্বাগতিকরা। আমির ছাড়াও বিশ্বকাপের মূল স্কোয়াডের জন্য পিসিবি চোখ রাখছে আসিফ আলীর উপর। গত দুই ম্যাচে দুইটি হাফসেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।