পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্বে শহিদ আফ্রিদি

10

দিন-দুয়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্বে রদবদল এসেছে। রমিজ রাজাকে বিদায় করে দায়িত্বে দেওয়া হয়েছে নাজাম শেঠিকে। পিসিবি এবার পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ দিয়েছে।
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এই দায়িত্বে থাকবেন আফ্রিদি। আফ্রিদির সঙ্গে নির্বাচক প্যানেলের দায়িত্বে রয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক এবং সাবেক পেসার রাও ইফতিখার আনজুম। নতুন দায়িত্ব খুশি শহীদ আফ্রিদি বলেন, ‘আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দেব। আমি দ্রæত একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।’