­পাকিস্তানের অর্থনীতি যেভাবে চাঙ্গা করতে চান ইমরান খান

8

পূর্বদেশ ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী শিখ, আফগান এবং চীনসহ বিদেশি ধনীদের স্থায়ী নাগরিকত্ব প্রদানের জন্য পরিকল্পনা করেছে পাকিস্তান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এই পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি। গত শনিবার গভীর রাতে এক টুইট বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
ওই টুইটে ফাওয়াদ চৌধুরী লিখেছেন, ‘নতুন প্রকল্পটি নতুন জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। যা গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু করেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।’
তিনি আরওবলেন, ‘নতুন জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ও তার ভিত্তিতেই ভূ-অর্থনীতিকে ঘোষণা করেছে পাকিস্তান। সে আলোকে বিদেশি নাগরিকদের জন্য স্থায়ী আবাসিক প্রকল্পের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নীতি অনুযায়ী বিনিয়োগ করার মাধ্যমে দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা পাবেন বিদেশিরা।’
গত আগস্টে কাবুল ত্যাগ করা আফগান নাগরিক যারা তুরস্ক, মালয়েশিয়া এবং অন্যান্য কিছু দেশে চলে গিয়েছে। তাদের আকৃষ্ট করতে এই নীতি ঘোষণা করা হয়েছে বলে জানান ফাওয়াদ চৌধুরী। তাদের প্রণোদনা দেওয়া দরকার বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ‘কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিখদের উদ্দেশ্য করেও এই পরিকল্পনা নেওয়া হয়েছে। যারা কর্তারপুর করিডোরে মতো ধর্মীয় স্থানগুলোতে বিনিয়োগ করতে ইচ্ছুক, কিন্তু তার জন্য কোনো উপায় ছিল না।’
ফাওয়াদ চৌধুরী আরও বলেন, ‘এই পরিকল্পনার তৃতীয় উদ্দেশ্য হলো চীনা নাগরিকদের উদ্বুদ্ধ করা, যারা পাকিস্তানে শিল্প ইউনিট স্থানান্তর করতে বা স্থাপন করতে চায়। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। যার মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বিদেশিদের রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগের অনুমতি দিয়েছে পাকিস্তান’। খবর বার্তাসংস্থার