পাঁচ দফা দাবীতে সন্দ্বীপে প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মবিরতি 

24

সন্দ্বীপ প্রতিনিধি:
পাঁচ দফা দাবী পূরণের দাবীতে সোমবার থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন সন্দ্বীপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পিআইও অফিসের কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের অন্যান্য স্থানের মত সন্দ্বীপেও এ কর্মসূচী পালন করছেন। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো- নিয়োগবিধি বাস্তবায়ন, সকল শূন্যপদে পদোন্নতি নিয়োগদান,ডিআরআরও এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের পদ আপগ্রেডেশন সহ বিভিন্ন দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। মঙ্গলবার সকাল ১১ টায় এ অফিসে সন্দ্বীপ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য্যালয়ে গিয়ে দেখা যায় কর্মচারীরা দাবী-দাবা সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে কর্মবিরতি পালন করছেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা দেশের প্রত্যন্ত এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, দুর্যোগকালীন সময়ে মানবিক সহায়তা, মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস নির্মান, মুজিবকিল্লা, আশ্রয় কেন্দ্র ও গৃহহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প নির্মান সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আমাদের ৫ দফা দাবী অত্যন্ত যৌক্তিক,দপ্তরের কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে এ দাবীগুলো দ্রুত পূরন করতে হবে।