পাঁচে ৫ আবাহনীর; প্রতিপক্ষের জালে ১৯ গোল

30

সেই ১৯ মে সবশেষ ম্যাচটা হেরেছিল ঢাকা আবাহনী। লিগের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের কাছে। পরে এএফসিতে দুর্দান্ত পারফর্মেন্সের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ ফর্মে আছে আবাহনী। কিংসের কাছে হারের পর টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েঝে আকাশি-হলুদরা। পাঁচ ম্যাচে সাত গোল হজমের বিপরীতে ১৯ বার বল জালে জড়িয়েছে আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কিংসের কাছে ১-০ ব্যবধানে হারার পর মুক্তিযোদ্ধাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে জয় শুরু। এরপর রহমতগঞ্জকে ৫-১ ব্যবধানে গোলবন্যায় ভাসিয়ে টিম বিজেএমসির কাছে ২-১ ব্যবধানে কষ্টের জয়। তারপর আরামবাগের বিপক্ষেও ৩-০ ব্যবধানে উড়ন্ত জয়ের পর সোমবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৫-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয়। টানা পাঁচ জয়ে পয়েন্ট তালিকায় কিংসের পেছন পেছন ছুঁটছে আবাহনী। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে ১২তম ব্রাদার্স ইউনিয়ন। আছে অবনমন শঙ্কায়।