পাঁচলাইশ পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন

1

 

পাঁচলাইশ থানা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ১৬ সেপ্টেম্বর নগরীর মুরাদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। পাঁচলাইশ থানা পূজা পরিষদের সভাপতি রুবেল শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি সুমন দেবনাথ, বিপ্লব কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, সিনিয়র কার্যকরী সদস্য দেবাশীষ নাথ দেবু, পরিষদ কর্মকর্তা অরুন রশ্মি দত্ত, প্রিয়তোষ ঘোষ রতন, সৌরেন দত্ত, স্ট্যালিন দে, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, অসিত বরণ বিশ্বাস, অমিত ঘোষ, সবুজ দাশ, প্রিয়লাল গোস্বামী, দীপ্ত সিংহ, বিবেক দেব, বিশ্বজিৎ দে, রাহুল দত্ত, অর্পন চক্রবর্তী, নিঝুম পারিয়াল। স্বাগত বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শুভাশীষ চৌধুরী। মিঠু দে এর সঞ্চালনায় থানা কমিটির পক্ষে বক্তব্য রাখেন চন্দন দেবনাথ, কৃষ্ণা দাশ, রাধা রাণী চৌধুরী, পূর্ণিমা শীল, জিসু নাথ, সজল দাশ, সেন্টু দাশ, বিকাশ শীল, বাপ্পু দাশ, দোলন বৈষ্ণব, অনিক চৌধুরী, আঞ্চলিক কমিটির পক্ষে রমেন ভট্টাচার্য, শান্তুনু দাশ, সুজন দাশ, নিপু দাশ, জিসু চৌধুরী জিকু, রতন দেবনাথ, আকাশ সেন, দেবরাজ দাশগুপ্ত, অভিক দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, সাগর দেবনাথ, পল্লব দেব, নিলয় দত্ত, রাহুল দে। ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য। এতে আগামী দুই বছরের জন্য পুনরায় রুবেল শীলকে সভাপতি ও প্রকৌশলী শুভাশীষ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি