পাঁচলাইশ থানা বিএনপির মতবিনিময় সভা

20

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বাংলাদেশ আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোথাও কোনো জবাবদিহিতা নেই। দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। সরকার যা খুশি তাই করে যাচ্ছে। কিন্তু আগামীতে বাংলাদেশে আর কোন প্রতারণার নির্বাচন দেশের মানুষ মানবে না। একদলীয় শাসন জনগণ আর মানবে না।
তিনি ১৩ সেপ্টেম্বর বিকালে নগরীর মুরাদপুর মোড়স্থ মেহমান কমিউনিটি সেন্টারে পাঁচলাইশ থানা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির আহŸায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ক্ষমতাসীন দল নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে ফেলেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা গণতন্ত্রের লেবাসে একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে। আগামীতে এই অবস্থার শেষ হতে বাধ্য।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি এ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। করোনার কারণে প্রায় দেড় বছর সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল। এখন করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় মহানগরে ফের পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছি। যোগ্য এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ পদে রাখা হবে।
পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির আহŸায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক এম এ আজিজ, যুগ্ম আহŸায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, এস কে খোদা তোতন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইস্কান্দার মির্জা। বক্তব্য দেন আশরাফ চৌধুরী, আর ইউ চৌধুরী শাহীন, মন্জুর আলম মন্জু, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম, ইদ্রিস আলী, আবু মুছা, আবদুল হাই, কাজী শামসুল আলম, মোহাম্মদ আসলাম, এড. এফ এ সেলিম, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান উসমান চৌধুরী, কামরুল ইসলাম, মো. হাসান, মোজাম্মেল হক হাসান, এম এ বাতেন, আকতার হোসেন লেদু, ইব্রাহিম খলিল, আকবর খান, নেজাম উদ্দীন, বাবুল কোম্পানি, মো. উচমান, মো. আলী, শাহীদুর রহমান বেলাল, মকবুল হোসেন খোকন, এরশাদুল ইসলাম, মহিউদ্দীন চৌধুরী জসু, শাহাদাত হোসেন ওয়াসিম, মো. ওয়াজিউল্লাহ, জাহেদুল হাসান খান, মো. ইসমাইল, ফজলে করিম রকিব, হুমায়ুন কবির, শাহ আলম, জাকির হোসেন, মো. শাহ আলম, জানে আলম, হাফিজ উদ্দীন জন্টু, জিয়াউর রহমান জিয়া, আলী মর্তুজা খান, ইকবাল পারভেজ, তৌহিদুল ইসলাম রাসেল প্রমুখ। বিজ্ঞপ্তি