পাঁচরিয়া তপোবন আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

31

পটিয়া উপজেলাস্থ পাঁচরিয়া তপোবন আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৬ ও ৭ জানুয়ারি ধ্বজা উত্তোলন, গীতাযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, ধর্মসভা, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও প্রসাদ আস্বাদন করা হয়। পাঁচরিয়া তপোবন আশ্রমের সহ-সভাপতি স্বামী তন্ময়ানন্দ পুরী মহারাজের সভাপতিত্বে সংবর্ধনা ও ধর্মসভায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অত্র আশ্রমের অধ্যক্ষ ও সভাপতি স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ। উদ্বোধনী গীতা পাঠ করেন স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. অনুপম নাথের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন সুজিৎ কুমার বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন ঝুন্টু চৌধুরী, প্রধান বক্তা ছিলেন এডভোকেট শুভাশীষ শর্মা, মুখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ রূপেশ চৌধুরী। সভায় সংবর্ধনা প্রদান করা হয় বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী, চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, দৈনিক পূর্বকোণের তাপস কুমার নন্দী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রিংকু শর্মা, সমাজসেবক অমিত চৌধুরীকে। ধর্মসভায় বক্তব্য রাখেন স্বামী অক্ষরানন্দ পুরী মহারাজ, স্বামী পরিতোষানন্দ গিরি মহারাজ, বোধিমিত্র মহাথের, সংঘপ্রিয় মহাথেরো, সুমেধানন্দ ভিক্ষু, শ্রীল নির্মল গোপ দাস, ইঞ্জিনিয়ার উজ্জ্বল কর্মকার, লায়ন কৈলাস বিহারী সেন প্রমুখ। বিজ্ঞপ্তি