পস্ মেশিনে ডাবল জরিমানা সিস্টেম বাতিলসহ ৭ দফা দাবি

13

 

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো চালকদের ক্ষেত্রে পস্ মেশিনে অটো ডাবল জরিমানা সিস্টেম বাতিলসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন। গত শনিবার সকাল সাড়ে দশটায় নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে নেতৃবৃন্দ আগামী ৩১ অক্টোবরের মধ্যে ‘পস্ মেশিন’ অটো ডাবল জরিমনার সিস্টেম বাতিল ও দারোয়ানীর নামে চাঁদাবাজি বন্ধসহ ৭ দফা দাবি রাখেন। এসব দাবি আদায় না হলে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কর্ম বিরতি ও ধর্মঘট ডাকার প্রস্তুতির জন্য নেতাকর্মীদের প্রতি আহŸান জানান। ইউনিয়নের সভাপতি হাজী মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা-অটোটেম্পো চালকদের মানবিক দিক বিবেচনা করে ‘পস্ মেশিনে’ অটো ডাবল জরিমানার সিস্টেম বাতিল করে সহনীয় পর্যায়ে রাখার দাবি জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগরী এলাকায় চলমান সিএনজি অটো রিকশার তুলনায় চালকের সংখ্যা দ্বিগুণ। এর ফলে প্রায় ১৩ হাজার চালক বেকার। সংগঠনের সভাপতি হাজী মো. কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম মহানগরীতে চলমান সিএনজি অটোরিকশা গাড়ির থেকেও দ্বিগুণ চালক বেকার থাকায় তাদের কর্মসংস্থানের জন্য যত দ্রুত সম্ভব নতুন থ্রি-হুইলার অটোরিকশার নিবন্ধন দিতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউনিয়নের সহ-সভাপতি মো. বিপ্লব, যুগ্ম সম্পাদক মো. সোলায়মান, সহ-সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিক, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতা সিরাজুল ইসলাম, মো. আলম, হাসান মোল্লা, ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য কামাল ভান্ডারী, কর্ণেলহাট শাখার সভাপতি মো. মানিক, বোয়ালখালী উপজেলা সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুরুল আলম, রাস্তার মাথার সভাপতি আজাদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন, হালিশহর চুনা ফ্যাক্টরী মোড় সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।