পশ্চিম বাকলিয়ায় জনশুমারি ও গৃহগণনা নিয়ে সভা

13

 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর শুমারির কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে স্থায়ী শুমারি জরিপ কমিটির পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সভা ২৪ মে সকালে ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আগামী ১৫ হতে ২১ জুন পর্যন্ত শুমারির চ‚ড়ান্ত তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম। এতে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আকতার রোজী, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি সিনিয়র শিক্ষক মো. জসীম উদ্দিন, পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক সমীত সেন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ওয়ার্ড সচিব শেখ মাহতাব উদ্দিন, চকবাজার থানা জোন-২ এর জোনাল অফিসার জহরলাল দাস, উপজেলা শুমারি সমন্বয়কারী রাজীব পাল বক্তব্য দেন।
পশ্চিম বাকলিয়া ওয়ার্ডকে ৩টি জোনাল অপারেশনের মাধ্যমে ভাগ করে চ‚ড়ান্ত তথ্য সংগ্রহ করা হবে। উক্ত কার্যক্রমে এলাকার খানাসমূহ হতে তথ্য সংগ্রহ করার জন্য ওয়ার্ডেও শিক্ষিত ও বেকার য়ুবকদের মধ্য থেকে গণনাকারী ও গণনাকারী তদারকির জন্য সুপারভাইজার নিয়োগ দেয়া হয়েছে। শুমারি চলাকালে জনসচেতনতা বৃদ্ধি ও অধিকতর প্রচারের জন্য জুমার নামাজের পূর্বে এলাকার মসজিদগুলোতে শুমারি সম্পর্কিত প্রচারণা, ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডকে শুমারি কন্ট্রোল রুম হিসেবে ব্যবহার, শুমারিতে সবার অশগ্রহণ নিশ্চিতে সকল গণনাকারী সুপারভাইজারদের সুনির্দিষ্ট প্রশিক্ষণ ও নির্দেশনা দেয়া, ট্যাবের সঠিকভাবে ব্যবহার ও নিরাপত্তার জন্য সকল গণনাকারীদের কাছ থেকে জন্ম নিবন্ধন ও এনআইডি জমা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি