পশ্চিম বাঁশখালী সমুদ্র সৈকত এলাকায় বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্র ঘোষণার দাবি

83

আমরা চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামের অধিবাসী হই। এ এলাকায় বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্রের নামকরণ করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাহারছড়া উপকূূূলে প্রায় ২৫ কি:মি: এলাকাজুড়ে রয়েছে সমুদ্র চর। এরবাইরেও উত্তর-দক্ষিণ-পশ্চিম আর একটা নতুন করে বাঁশখালীতে বঙ্গবন্ধুর নামে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। যার ফলে বাঁশখালী-বাহারছড়া অর্থনীতি সম্ভাবনাময় হয়ে এক মনোরম ভূখÐে পরিণত হবে। সবুজ বন আর সমুদ্র ছুঁয়ে ছুঁয়ে বাঁশখালীর জন্ম হবে। তবে এ পর্যটন স্পটটি হতে হবে বঙ্গবন্ধুর নামে। পর্যটন কেন্দ্রের সরকারি ও আধাসরকারি বিভিন্ন সংস্থা নিয়মতান্ত্রিকভাবে যা যা প্রয়োজন ঐ বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্রে বিশাল এলাকায় আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকূল আবেদন আপনার দিক নির্দেশনায় বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক অত্র এলাকায়। ইতোমধ্যে এ পর্যটন কেন্দ্রটি বঙ্গবন্ধুর নামে বাস্তবায়নের নামে একটি বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদ নামে একটি সংগঠনও গড়ে তুলেছি আমরা। আশা করি বর্তমান পর্যটনবান্ধব সরকার বিষয়টির প্রতি গভীর মনোযোগ দিবেন।
শওকত হোসেন
বাঁশখালী, চট্টগ্রাম