পশ্চিমবঙ্গে স্থাপিত হচ্ছে নতুন গ্যাস উত্তোলন প্রকল্প

79

পশ্চিমবঙ্গের ২৪ পরগনার অশোক নগরে একটি নতুন ক্ষেত্র থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন প্রকল্প শুরু করতে যাচ্ছে ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ওয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস করপোরেশন (ওএনজিসি)।
কোম্পানিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ১০/১২ একর জমি যত দ্রুত সম্ভব বরাদ্দের অনুরোধ করা হয়েছে। রাজ্য কর্মকর্তারা এর আগে ওএনজিসিকে অশোকনগর/ কল্যাণগড় এলাকায় ৩ একর জমি লিজ দিয়েছিলেন।
স্থানটি কলকাতা থেকে খুব দূরে নয়। কর্মকর্তারা জানিয়েছেন, এমন প্রকল্পের তারা ইতোমধ্যে জমি চিহ্নিত করেছেন। স্থানীয় পৌর চেয়ারম্যান প্রবোধ সরকার ওএনজিসির কাজের ক্ষেত্রে অনাপত্তী পত্র দিয়েছেন। ওএনজিসি’র গ্যাস আবিষ্কারে রাজ্য সরকারের কর্মকর্তারা খুশি।
ভারতজুড়ে কোম্পানিটি ৫টি নতুন স্থানে গ্যাস আবিষ্কার করেছে। এগুলোর একটি হলো অশোকনগর। কর্মকর্তারা আশা করছেন, বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে তা রাজ্যের বিকাশহীন অর্থনীতিতে গতি আনবে।