পলোগ্রাউন্ডে ঠাকুর অনুকূলচন্দ্রের বিভাগীয় জন্ম-মহোৎসবের প্রস্তুতি

28

যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্ম-মহোৎসব চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠান ১৩ জানুয়ারি নগরীর পলোগ্রাউন্ড মাঠে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ৩ ডিসেম্বর হাজারী লেইনস্থ চট্টগ্রাম সৎসঙ্গ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ বাংলাদেশ’র সহ-সভাপতি সহ-প্রতিঋত্বিক অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন তাপস কুমার নন্দী। উৎসবের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিমির কান্তি সেন, পীযুষ পালিত, সাধন কর, এডভোকেট নারায়ন দত্ত, অমল ধর বাপ্পী, শুভাশীষ দাশ, প্রকৌশলী সনৎ ঘোষ, মনিন্দ্র ত্রিপুরা, শুভাশীষ কানুনগো, দিলীপ দাশ গুপ্ত, হিরোজিৎ চৌধুরী, সুমন কান্তি দাশ, সাধন শীল, ডা. বাবুল দাশ, রনজন দে, কৃষ্ণাশীষ দাশ, আশীষ গুহ, তমাল দাশ গুপ্ত, লিটন কান্তি দাশ ও পলাশ দত্ত।
সভায় সর্বসম্মতিক্রমে পরমপুজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের অমিয় আশীর্বাদ ও পুণ্যপাদ বিংকীদা’র পুনঃনির্দেশনায় ১৩ জানুয়ারি রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মহোৎসব বিভাগীয়ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসাথে উৎসবের কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে সৎসঙ্গ বাংলাদেশ’র সহ-সভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেব (সহ প্রতিঋত্বিক)-কে সভাপতি, তিমির কান্তি সেন (সহ প্রতিঋত্বিক)-কে সাধারণ সম্পাদক ও তাপস কুমার নন্দীকে প্রধান সমন্বয়কারী করে ৫০১ সদস্য বিশিষ্ট উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি