পলোগ্রাউন্ডের গণজোয়ার উছলে পড়বে গলি থেকে রাজপথ

13

মহানগর আওয়ামী লীগ :
৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডের জনসভায় জননেত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানাতে পক্ষকালব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় সুসজ্জিত খোলা ট্রাকে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রচারনাকালে সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ বলেন, প্রিয় নেত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামবাসীর মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে আগামী রবিবার তা গণজোয়ারে পরিণত হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ কেবল আওয়ামী লীগের নেতা নন, তিনি বিশ্বের আশাবাদী মানুষের প্রেরণা। তিনি চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেয়ার ঘোষনা দিয়ে ২০০৮ সালে আমাদেরকে আশাম্বিত করেছিলেন, শুধু তাই নয়। তিনি চট্টগ্রামের উন্নয়নে আমাদের আশাকেও ছাপিয়ে বহুগুন উন্নয়ন করে দেখিয়েছেন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুছ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, বন পরিবশে সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস সৈয়দ মাহমুদুল হক, কাউন্সিলর ও নগর আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ জাবেদ, মহানগর আওয়ামী লীগ সদস্য রোটারিয়ান ইলিয়াছ, মহানগর আওয়ামীলীগ নেতা এস. এম আনোয়ার মির্জা, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, বন্দও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিরাজুল ইসলাম, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, কাউন্সিলর আবদুস সালাম মাসুম।

বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর :
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল ও সার্থক করার লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রচার অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, চট্টগ্রাম মহানগর আহবায়ক ও সিটি কলেজের সাবেক ভিপি শফিউল আজম চৌধুরী বাহার, সাবেক কেন্দ্রিয় নেতা আলহাজ জাহাঙ্গীর আলম, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর সদস্য সচিব ডা. সজিব তালুকদার, যুগ্ম-আহবায়ক মো. জাহিদুল হাসান, সিনিয়র সদস্য জাবেদুল ইসলাম, জহির আহমেদ চৌধুরী বাবর, শরিফুল ইসলাম শরিফ, মহিউদ্দীন চৌধুরী মঈন, মোহাম্মদ সাগর, মো. আরিফ, লক্ষন দাশসহ প্রমুখ নেতৃবৃন্দ।

দক্ষিণ জেলা ছাত্রলীগ :
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নেতৃত্বে চট্টগ্রামে জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন জেলা, উপজেলা, পৌরসভা, কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের প্রস্তুতিসভা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহব্বায়ক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহব্বায়ক কুতুব উদ্দিন আল আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন, আলী আকবর, জামাল ফারুকী, পটিয়া পৌরসভার কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরওয়ার কামাল রাজীব, নাজিম উদ্দিন হায়দার, আবদুল মান্নান, আবদুল করিম ফোরকান, মো. ফোরকান, মো. আরিফ, এস এম আজিজ, কফিল উদ্দিন, আনম সেলিম, দিদারুল আলম পিংকু, শাহরুখ, শিমুল, জাহাঙ্গীর, আলী আশরাফ, রিয়াদ, আনছুর মেম্বার, হাসেম মেম্বার, খোরশেদ মেম্বার, বোরহান, জীবন মঞ্জু, ইকবালুর রহমান ওপেল, রাসেল ইকবাল, মিজান, এড. শওকত, আরিফ মাহমুদ, কাউসার, তারেকুর রহমান, তাহের, অশোক, মুছা, ইউছুফ, সোহেল, হাসান, খোকন, মারুফ, আনিসুল ইসলাম, সরোয়ার, মহসিন, পারভেজ, রফিক, সাদ্দাম প্রমুখ।

টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতি:
১ ডিসেম্বর ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরতœ শেখ হাসিনার জনসভা সফল করতে টেরীবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির এক পথসভা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় র‌্যালি পূর্বক পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জ্বল বিশ্বাস, দোকান কর্মচারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, নগর শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, তামাকমুন্ডী লেইন দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. বখতেয়ার, নগর শ্রমিক লীগ নেতা শেখ মোহাম্মদ মহিউদ্দিন, দেওয়ান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জহির, ফ্লাওয়ার, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেল, স্বেচছাসেবক লীগ নেতা ইকবাল বাহার, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ছাত্রলীগ নেতা সৈয়দ রবিউল আলম বাধন, টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির সহ সভাপতি মো. বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর নবী, সহ সাংগঠনিক সম্পাদক নবাব মিয়া, অর্থ সম্পাদক জিয়া উদ্দিন, সহ অর্থ সম্পাদক মো. মিজান, প্রচার সম্পাদক মো. আমির, দপ্তর সম্পাদক ওসমান গনি, সদস্য আলী হোসেন, আবু তাহের প্রমুখ।

কোতোয়ালী থানা ছাত্রলীগ:
আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পলোগ্রাউন্ডের মহাসমাবেশে আগমন উপলক্ষে কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব এর উদ্যোগে ট্রাকযোগে নগরী কোতোয়ালী থানার বিভিন্ন ওয়ার্ডে প্রচারপত্র বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা আবু তৈয়ব মিজান, রিগান দত্ত, ইরফান দোভাষ, ইসরাক দোভাষ, আতিকুর রহমান, মিনহাজুল আবেদীন মিরাজ, শুভ দাশ প্রমুখ।

সাবেক মেয়র এম মনজুর আলম :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ মনজুর আলম ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে চট্টগ্রামবাসী সকলকে দল মতের উর্ধ্বে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার আহবান জানিয়েছেন।