পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

15

বান্দরবান প্রতিনিধি

‘পর্যটনের নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে শুরু হয় রোড শো। এসময় বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০ জন মাউন্টেন বাইক রাইডার দুর্গম পাহাড়ি পথ বান্দরবান থেকে রুমা, থানচি ও আলীকদম উপজেলায় হয়ে ১৬০ কিলোমিটার পথ সাইকেলে ভ্রমণ শুরু করেন। রাইডাররা ৪ দিনব্যাপী পাহাড়ি পথে সাইকেলে ভ্রমণ করবেন এবং সেইসঙ্গে পর্যটন শিল্পের বিকাশে প্রচার প্রচারণায় অংশ নেবেন। এছাড়াও পর্যটকবাহী কয়েকটি গাড়িকে ফুল দিয়ে সজ্জিত করার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী স¤প্রদায়ের ঐতিহ্যবাহী পোষাক পড়ে অংশ নেন নারী ও পুরুষেরা। পরে ক্ষুদ্রনৃগোষ্ঠী ইনস্টিটিউট হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে আলোচনা সভার প্রধান অতিথি বলেন, পর্যটকদেরকে আকৃষ্ট করতে পর্যটন দিবসে ব্যাপক আয়োজন করা হয়েছে। বান্দরবানকে পর্যটনমুখী করার জন্য ৩০ জন মাউন্টেন বাইক রাইডার দিয়ে বান্দরবান সদর থেকে থানচির পাহাড়ী পথে দীর্ঘ ১৬০ কিলোমিটার পথ পাড়ি দেবার উদ্দেশ্যে সাইকেলে যাত্রা শুরু করে। বাইক রাইডাররা ৪দিন এ পাহাড়ী পথে যাত্রা করবে এবং পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নিবে। তিনি আরো বলেন, বান্দরবানের প্রাকৃতিক যে সৌন্দর্য্য রয়েছে তা পরিকল্পতভাবে কাজে লাগানো গেলে দেশি-বিদেশী প্রচুর পর্যটকের সমাগম গঠবে। পর্যটন খাত থেকে পাওয়া এই অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবিষয়টি মাথায় রেখে বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনা পর্যটন শিল্পের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। আলোচনা সভায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) একেএম তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন,পার্বত্য জেলা পরিষদ সিংইয়ং ¤্রাে, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, টুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।