পর্যটকের সেবায় ২ গাড়ি উপহার পেল সাজেক থানা পুলিশ

18

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার দুর্গম সাজেক থানা পুলিশ পর্যটক সেবায় উপহার পেল ২টি গাড়ি। সোমবার বিকালে গাড়ি ২টি বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মুকতাদির কাছ থেকে অনুদান হিসাবে গ্রহণ করেন সহকারী পুলিশ সুপার মোঃ আবদুল আউয়াল চৌধুরী। বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মুকতাদির বলেন, পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য সাজেক রিসোর্ট সমিতি এবং জিপ সমিতি- খাগড়াছড়ি ২টি গাড়ি সাজেক থানা পুলিশকে উপহার হিসাবে প্রদান করেছে। সে জন্য আমরা এই দুটি সমিতিকে স্বাগত ও ধন্যবাদ জানাই। পাহাড়ে সন্ত্রাস দমনে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। এখন পর্যটকদের নিরাপত্তা দিতে আরো সহজ হবে বলে মনে করেন তিনি।
সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল চৌধুরী জানান, সাজেক রোডে পর্যটকদের নিপরাপত্তা নিশ্চিত করতে একটি জিপ গাড়ি ‘সাজেক রিসোর্ট সমিতি’ এবং অপর একটি পিকআপ ‘জিপ সমিতি খাগড়াছড়ি’ বাঘাইহাট জোন কর্তৃক সাজেক থানা পুলিশকে অনুদান হিসাবে প্রদান করা হয়েছে। গত সোমবারে বাঘাইহাট জোন কমান্ডারের হাত থেকে গাড়ি ২টির চাবি গ্রহণ করেন রাঙামাটি পুলিশ সুপারের পক্ষে সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল চৌধুরী। এ সময় ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাজেক থানার পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।