পর্যটকদের জন্য খুলল কাশ্মীরের দরজা

15

ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেওয়া বিধিনিষেধ শিথিলের নতুন পর্যায়ে পর্যটকদের জন্য জম্মু ও কাশ্মীরের দরজা খুলে দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মঙ্গলবার থেকে কেবল বিমানে যাওয়া পর্যটকদেরই কেন্দ্রশাসিত এ অঞ্চলটিতে ঢুকতে দেয়া হবে, বলেছেন তারা। বিধিনিষেধ শিথিলের এ পর্বেও রেল কিংবা সড়কপথে কাশ্মীরে ঢোকার পথ বন্ধ থাকছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। কর্মকর্তারা বলছেন, বিমানে জম্মু ও কাশ্মীরে নামা পর্যটকদের তাৎক্ষণিকভাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় অংশ নিতে হবে; দেখাতে হবে গাড়ি ও হোটেল বুকিংয়ের কাগজ এবং ফেরার টিকেট।
শনাক্তকরণ পরীক্ষার ফল জানানোর আগ পর্যন্ত থাকতে হবে হোটেলে। ফল ‘নেগেটিভ’ এলেই মিলবে ঘোরাঘুরির অনুমতি। মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের কারণে সারাবিশ্বেই পর্যটন শিল্প ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে; কাশ্মীরের ক্ষেত্রে অবশ্য এ ক্ষতির সূত্রপাত হয়েছিল মহামারীরও আগে।