পরীক্ষায় নেগেটিভ সত্ত্বেও অনেকের শরীরে করোনার উপস্থিতি!

5

পরীক্ষায় যাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে না; আপাতদৃষ্টিতে তাদেরকে নিরাপদ মনে হলেও ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এই ধারণা উল্টে যেতে বসেছে। যাদের রিপোর্ট নেগেটিভ; তারা সবাই কি নিরাপদ? পরিস্থিতি বলছে, ‘না’। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেও অনেকের শরীরে রয়েছে করোনাভাইরাস, অর্থাৎ তারা পজিটিভ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তা পুরোপুরি নিশ্চিত হতে সিটি স্ক্যান করাতে হবে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) অথবা আরটিপিসিআর টেস্ট; এতদিন এই দুটি পরীক্ষার মাধ্যমেই করোনা শনাক্ত করা হয়েছে। তবে ভাইরাসের নতুন ধরনের কারণে কেবল ওই দুই ধরনের পরীক্ষার ওপর নির্ভর করে থাকা যাচ্ছে না। দেখা যাচ্ছে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে কিন্তু বাড়ি ফিরে ফের জ্বর এসেছে ওই রোগীর।
ইতোমধ্যেই ভারতের গুজরাটে এমন অসংখ্য রোগীর খোঁজ পাওয়া গেছে। খোঁজ মিলেছে পশ্চিমবঙ্গের কলকাতাতেও। ভারতের ন্যাশনাল অ্যালার্জি অ্যাজমা ব্রঙ্কাইটিস ইনস্টিটিউটের পরিচালক ও ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডা. অলোক গোপাল ঘোষাল। তিনি জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই এখন আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত করা যাচ্ছে না। সেক্ষেত্রে সিটি স্ক্যানে তা শনাক্ত হচ্ছে। সিটি স্ক্যান অনেক সূ² বিচার করতে সক্ষম।