পরিবেশ সুরক্ষা আন্দোলনের চিত্রাংকন প্রতিযোগিতা

12

 

শৈশবকাল থেকেই শিশু-কিশোরদের মননে পরিবেশ সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। প্রাকৃতিক পরিবেশকে সুস্থ রাখা এবং চট্টগ্রামের অপরূপ সৌন্দর্যকে কিরূপে দেখতে চায় নতুন প্রজন্ম, তা চিত্রাংকনের মাধ্যমে প্রষ্ফুটিত করার প্রয়াস প্রশংসনীয়। কর্ণফুলী, হালদা, সিআরবিসহ প্রকৃতির নান্দনিক উপাদানসমূহ সংরক্ষণে স্ব-স্ব অবস্থান থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। ২১ জানুয়ারি সকালে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন বাপসা’র আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. এম এ গফুর উপরোক্ত কথাগুলো বলেন।
বাপসা’র নির্বাহী সভাপতি এম এ হাশেম রাজু’র সভাপতিত্বে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড়স্থ কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক উত্তম কুমার আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও পরিবেশ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন, বাপসা চট্টগ্রাম জেলা’র সহ-সভাপতি আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, লায়ন বাবুল কান্তি দে, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, ক্যাব চট্টগ্রাম মহানগরীর যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সমাজকর্মী আনিসুজ্জামান সোহেল, কিডস্ ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াত উল্লাহ খান, বাপসা সদস্য নুর জাবেদ মোস্তফা, মহসিন চৌধুরী, উম্মে কুলসুম, মোহাম্মদ হাসান প্রমুখ। অনুষ্ঠানে শৈবাল দাশ সুমন বলেন, পরিবেশ আমাদের, পরিবেশকে সুস্থ ও সুরক্ষিত রাখার দায়িত্বও আমাদের। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিত্যাগ করতে হবে সবাইকে। পলিথিনসহ পরিবেশের ক্ষতিকারক সকল পণ্য ব্যবহার শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এম এ হাশেম রাজু বলেন, জাতীয় অর্থনীতির প্রাণ কর্ণফুলীর দখল, দূষণ রোধ করতে হবে। পাহাড় কাটা রোধ করে চট্টগ্রাম নগরীকে বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতেই বাপসা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রæয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাপসা’র পরিবেশ সম্মেলনে পরিবেশ বিষয়ক চিত্রাংকন, রচনা, দেশাত্মবোধক গান, আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কৃত করা হবে। বিজ্ঞপ্তি