পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা খুব জরুরি : তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

54

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষ রোপণ করতে হবে। প্রতিটি মানুষকে ৩টি করে ফলজ ও বনজ চারা রোপন করতে হবে। দেশ ও মানুষ বাচাতে পরিবেশ রক্ষায় এগিযে আসতে হবে। এ বষ্যায় নানা জাতের চারারোপণ করে পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে। পরিবেশের বৈরী আচারণ থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ করা। কোথাও খালি জাযগা রাখা যাবে না। একটি গাছের চারা আপনার একটি সম্পদে পরনিত করবে। দেশ বাঁচাতে পরিবেশ রক্ষায় মানুষের পাশাপাশি সকল নানা সরকারী বেসরকারি প্রতিষ্ঠানকে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করতে হবে। তিনি রাঙ্গুনিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গত ১৮ জুলাই উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কমসূচি উপলোক্ষে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায়। কর্মসূচির আওতায় রাঙ্গুনিয়ায় ২৫ হাজার ৩২৫টি গাছের চারারোপণ করা হচ্ছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা রেঞ্জ কর্মকর্তা প্রহলাদ চন্দ্র রায় জানান, বনবিভাগের পক্ষ থেকে এ গাছের চারাগুলো সরবরাহ করা হচ্ছে। প্রাথমিক, মাধ্যমিকসহ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে ২০ হাজার ৩২৫ টি গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে। এছাড়া জনবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষে চারা উত্তোলনের তৃতীয় পর্যায় প্রকল্পে উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দের কাছে ৫ হাজার গাছের চারা দেওয়া হয়েছে।