পরিবেশ রক্ষায় ছাদবাগান সহায়ক ভূমিকা রাখছে

25

গত বুধবার সন্ধ্যায় আউটার স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত সবুজ মেলার একাদশ দিনে সবুজ মেলা মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর তারেক সোলাইমান সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলোত্তমা চট্টগ্রামের প্রতিষ্ঠাতা নির্বাহী সাহেলা আবেদীন। বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, বন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী জয়। প্রধান অতিথির বক্তব্যে সাহেলা আবেদীন বলেন, ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শেখড়কে সহজেই ভুলতে পারে না। সবুজকে ধরে রাখতে হলে প্রয়োজন ছাদ বাগান। বিশ্বব্যাপী নগরায়ন বাড়ছে। ফলে শহুরে কৃষি নামক আমাদের কাছে এক নতুন শব্দভান্ডার যুক্ত হচ্ছে। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টির চাহিদা পুরন, পারিবারিক বিনোদন বানিজ্যিক উৎপাদন অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না হলেও এই খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শহরাঞ্চলে ফুল ফল ও সবজির পারিবারিক বাগান এখন পারিবারিক প্রয়োজনে নয় পরিবেশ রক্ষায় এবং নগরের তাপমাত্র কমিয়ে আনতে সহায়ক ভুমিকা রাখছে ছাদ বাগান। এরই মধ্যে বাড়ীর ছাদ, বারান্দা, গাড়ী বারান্দা, ফুটপাত, পার্ক,সরকারি খাস ভুমি,বর্জ্য ব্যবস্থাপনা প্রতি পর্যায়ে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীতে উদ্যাণ ফসল ও বাহারি ফুলের গাছের সমন্বয়ে সবুজায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য তিনি মেয়রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন,আমাদের দেশেও হাটি হাটি পা পা করে ছাদ বাগানের মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সবুজায়ন শুরু হয়েছে। এই শহরে মাটির অস্তিত্ব দিন দিন কমে আসছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেককে বৃক্ষ রোপন করা প্রয়োজন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি