পরিবেশ দূষণ ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা

24

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ দূষণের সাথে জড়িত থাকায় ৯ প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৬০ হাজার জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করে কার্যালয়টির পরিচালক মুফিদুল আলম পূর্বদেশকে জানান, চট্টগ্রাম বিভাগের যেখানেই হোক পরিবেশ দূষণের সম্পৃক্ততা পেলে ছাড় দেওয়া হবে না। এমন অভিযান নিয়মিত চলবে বলে জানান এ কর্মকর্তা।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়,
ব্রাহ্মণবাড়িয়ায় খাল দখল করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাদাত ব্রিক্সকে ১ লাখ ৮০ হাজার, বি-বাড়িয়ার প্রভাতী ব্রিক্সকে ৫০ হাজার, চাঁদপুরের কচুয়া এলাকার বিঅ্যান্ডবি ব্রিক্সকে ৪০ হাজার, মুন্নি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজকে ২০ হাজার, আরমান কেমিক্যালকে ২০ হাজার, আরশি মেটালকে ২০ হাজার, ফেনীর শতরুপা হ্যান্ডমেইড পেপার নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।