পরিবেশ দূষণরোধ এখন সময়ের দাবি

13

 

বতর্মান সময়ে পরিবেশ দূষণ একটা গুরুতর সমস্যা, যা ক্রমেই মহাবিপর্যয়ের দিকে ছুটে চলেছে। বতর্মানে সারাদেশের শহরগুলো পরিবেশ দূষণের শিকার। বলা হচ্ছে, অপরিকল্পিত নগরায়নের ফলে রাজধানীসহ দেশের ছোট-বড় শহরগুলো মারাত্মক পরিবেশ দূষণে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এই ভয়াবহ পরিবেশ দূষণ শুধু শহরেই সীমাবদ্ধ নেই ইদানীংকালে শিল্পায়নের ছোঁয়া গ্রামাঞ্চলেও লেগেছে। আর শিল্পায়ন এবং নগরায়নের প্রভাবে সারাদেশেই পরিবেশ দূষণ মহাবিপর্যয় ডেকে আনছে তাতে কোনো সন্দেহ নেই। এ সমস্যা শুধু আমাদের দেশেই নয়, সারাবিশ্বে পরিবেশ দূষণ বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখনই সচেতনতার পাশাপাশি দ্রæত পরিবেশ রক্ষায় ব্যবস্থা না নিলে আমাদের আগামী প্রজন্ম ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। প্রতিনিয়ত শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণসহ এমন কোনো দূষণ নেই যাতে দেশবাসী নাগরিক জীবনে বিপর্যস্ত হচ্ছে না। পরিবেশ দূষণ এমন এক মহামারি আকার ধারণ করেছে যে, মনে হচ্ছে এখান থেকে পরিত্রাণের আর কোনো পথ নেই। বিশ্বব্যাংক বলছে, শহারাঞ্চলে এ দূষণের কারণে প্রতি বছর আমাদের ক্ষতি হচ্ছে ৫২ হাজার কোটি টাকা। কি সবর্নাশের কথা! যে দেশে বেকারত্ব আছে, আছে অসহায় গৃহহীন মানুষ, আছে অথার্ভাবে মানুষের কষ্টের জীবন সেখানে শুধু পরিবেশ দূষণের কারণে এত বড় ক্ষতি! আমরা এখনো জাগছি না কেন? মনুষ্য সৃষ্ট দূষণ রোধ করতে পারলেই আমরা অনেকটাই বেঁচে যাই। তাই আমাদের জন্যই পরিবেশকে বাঁচিয়ে, সব ধরনের দূষণরোধ অতীব জরুরি।