পরিবেশ অধিদপ্তরকে নাগরিক সমাজের স্মারকলিপি

16

সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাবে ছাড়পত্র না দিতে পরিবেশ অধিদপ্তরকে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম নাগরিক সমাজ। গত বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. নুরুল্লাহ নুরীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি দিয়ে নাগরিক সমাজের সদস্য সচিব ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল সাংবাদিকদের বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমাদের জানিয়েছেন, সিআরবি নিয়ে তাদের পূর্ণাঙ্গ স্টাডি রিপোর্ট আছে। এতে পরিবেশ, আইনগত সামগ্রিক বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। এসবের আলোকে বলা যায় সিআরবিতে কোনো স্থাপনা করার সুযোগ নেই বলে পরিচালক আমাদের জানিয়েছেন’।
চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের জমিতে হাসপাতাল নির্মাণ নিয়ে বিরোধিতা করে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে নাগরিক সমাজ। বাবুল বলেন, ‘পরিবেশ অদিপ্তরের পরিচালক নাগরিক সমাজ নেতাদের আশ্বস্ত করেছেন, আইন ও সার্বিক বিবেচনায় সিআরবিতে গেজেট নির্ধারিত আটটি ধরণের কাজের বাইরে হাসপাতাল কেন কোনো স্থাপনাই হতে পারবে না। এখানে হতে পারে বাটারফ্লাই পার্ক, বার্ডস জোনসহ ইতিহাস, ঐতিহ্য ভিত্তিক মিউজিয়াম। হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউটের মতো স্থাপনা এখানে করা হলে আশপাশে আরও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠবে। এসব হলে আইনের ব্যত্যয়ের পাশাপাশি পরিবেশের উপর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে’।
চট্টগ্রামের সিআরবিতে পিপিপি চুক্তির আওতায় বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক সমাজ গত পাঁচ মাস ধরে প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। কর্মসূচির ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তরের পরিচালককে স্মারকলিপি দেওয়া হয়। খবর বিডিনিউজের