পরিচালনায় আসতে চান প্রিয়াঙ্কা তবে…

90

বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। মডেলিং, অভিনয়, গান, প্রযোজনা- তার মুকুটে পালকের শেষ নেই। এবার কি তিনি পরিচালনায়ও আসবেন? এই মুহূর্তে নায়িকা রয়েছেন মুম্বাই শহরে। তার নতুন ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর প্রচারের জন্য। তা নিয়ে কথা বলতেই একটা সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন মার্কিন পপ গায়ক নিক জোনাসের স্ত্রী। সাক্ষাৎকারের একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, বিনোদন বিভাগের পরবর্তী অধ্যায়ে তাকে ছবি পরিচালনায় দেখা যাবে কি না? জবাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বলেন, ‘ছবি পরিচালনা করা অনেক বড় দায়িত্ব। এখনই এই দায়িত্ব নিতে আমার খুব নার্ভাস লাগে। তবে ধীরে ধীরে অভিনয় থেকে যেমন প্রযোজনায় এসেছি, আশা করি কোনও একদিন পরিচালনায়ও চলে আসব।’ কেরিয়ারে দ্বিতীয়বারের মতো জোয়া আখতারের পর কোনও নারী পরিচালকের সঙ্গে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনালি বোসের পরিচালনায় ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে ২১ বছর বয়সী এক মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবির প্রযোজনায়ও আছেন প্রিয়াঙ্কা। আর তার মেয়ের চরিত্রে আছেন জাইরা ওয়াসিম।
অভিনেত্রী বা প্রযোজক হিসেবে কেন তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-কে বেছে নিলেন? উত্তরে প্রিয়াঙ্কা বলেন, অভিনেত্রী হিসেবে ২৪ থেকে ৫৫ যে কোনো বয়সের চরিত্রে তিনি অভিনয় করতে চান। ৩৭ বছরের অভিনেত্রী মনে করিয়ে দিলেন, ২৪ বছর বয়সে তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন ‘প্যার ইম্পসিবল’ ছবিতে। করেছেন ‘মেরি কম’ ছবিও। নারী পরিচালকের সঙ্গে কাজ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘লিঙ্গ কখনোই কিছু নির্ধারণ করতে পারে না। একজন পুরুষ বা নারী কতটা দক্ষ, তা নির্ভর করে তাদের মেধার উপর। সোনালির সঙ্গে কাজ করা সম্মানের। আমি মনে করি সোনালি অসাধারণ একজন পরিচালক, তার লিঙ্গ এই বিষয়ে কিছুই নির্ধারণ করে না।’