পরলোকে রাবিপ্রবির প্রথম উপাচার্য ড. প্রদানেন্দু

7

রাঙামাটি প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য শিক্ষাবিদ ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। তিনি বুধবার সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে শেষ নিশ^াস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর। পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন আগে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে খাগড়াছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠান। পরে চট্টগ্রাম থেকে আবারও খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটলে বুধবার সকালে মারা যান তিনি। তার একমাত্র ছেলে অনিক চাকমা থাকেন কানাডায়। তিনি ফিরলে শুক্রবার নিজ গ্রাম খাগড়াছড়ি শহরের খবংপুড়িয়ায় ড. প্রদানেন্দু বিকাশ চাকমার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রদানেন্দু চাকমা ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। সেখান থেকে ২০১৪-২০১৮ মেয়াদে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগ দেওয়া হয় তাকে। পরবর্তী ২০১৮-২০২১ দ্বিতীয় মেয়াদে আবার উপাচার্যের দায়িত্ব পান তিনি। এছাড়া ২০২১ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খÐকালীন সদস্য হিসাবেও মনোনীত হন তিনি। তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেন খাদ্য সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা প্রমুখ।