পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ‘কাছ ঘেঁষে’ উড়ে গেছে রুশ ক্ষেপণাস্ত্র

18

 

ইউক্রেইনের রাষ্ট্রপরিচালিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের খুব কাছ দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘রবিবার সকালে উড়ে গেছে’। ক্ষেপণাস্ত্রটি ‘ভয়ঙ্কর রকম নিচু’ দিয়ে গেছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেইনের রাষ্ট্রপরিচালিত পাওয়ার অপারেটর ইনারগোয়াতমের পক্ষ থেকে এ দাবি করা হয়। ইনারগোয়াতম দেশটির চারটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সবগুলো পরিচালনা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইনারগোয়াতম কর্তৃপক্ষ বলেন, পিভদেনিও ইউক্রেইনস্কা (যেটি সাউথ ইউক্রেইন নিউক্লিয়ার প্ল্যান্ট নামেও পরিচিত) প্ল্যান্টের উপর দিয়ে রবিবার ভোরে রাশিয়ার ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি উড়ে যায়।
‘খুব সম্ভবত ক্ষেপণাস্ত্রটি কিইভ লক্ষ্য করে ছোড়া হয়েছিল।’ রয়টার্স স্বাধীনভাবে তাদের এ দাবি যাচাই করতে পারেন। তবে রবিবার ভোরের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে কিইভ। পিভদেনিও ইউক্রেইনস্কা ইউক্রেইনের দ্বিতীয় বৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাজধানী কিইভ থেকে ৩৫০ কিলোমিটার দূরে মিকোলাইভ অঞ্চলে সেটি অবস্থিত।