পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া একজন খাঁটি দেশপ্রেমিক

27

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি শিরোনাম ফাউন্ডেশনের আয়োজনে স্মরণসভা নাগরিক হলে অনুষ্ঠিত হয়। শিরোনাম ফাউন্ডেশনের পরিচালক প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ। অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক শিব প্রসাদ, নাগরিক অধিকারের সহ-সভাপতি এস এম হাসান উদ্দিন, ওসমান গণি, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফয়সাল বাপ্পী, হারুণ রশিদ, আসিফ ইকবাল, রিমন মুহুরী, কবি সজল দাশ, দিলীপ সেনগুপ্ত, মো. তিতাস, দিদারুল আলম, আবদুস সাত্তার লিটন, আকাশ আহমেদ, রতন ঘোষ প্রমুখ। প্রধান অতিথি বলেন, পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক বাঙালি। বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে তথ্য প্রযুক্তিকে গতিশীল করার জন্য তিনি নিরবে কাজ করে গেছেন। সৎ, দায়িত্ববান ও নির্লোভ মানুষ ছিলেন ওয়াজেদ মিয়া। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধে ড. ওয়াজেদ মিয়ার অবদান অপরিসীম। এই মহান ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এজন্য সকল দেশপ্রেমিক বাঙালিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজ্ঞপ্তি