পরমপুরাণ

8

কে প্রমিথিউস, প্রমিত পুরুষ? উজাড় অন্তরে
যাকে দিই প্রীতিনৈবেদ্য,
তার পশুপ্রবৃত্তি দেখে বাড়ে চোখের শরম,
মেঘের প্রকৃতির মতো বদলে যায় প্রণীত পরম।

ভাসমান জলবতী মেঘ ভেঙে গলে অঝোরে বৃষ্টি ঝরে,
নিজেকে ধুই, পরমকে স্নান করাই যত্নআত্তি করে।
আমার পরম চরম বর্ণবাদী
বল্লালী বিশ্বাসের গন্ধাদি
গায়ে মেখে সেজে আছেন মোহতরম দ্রোণাচার্য,
সুশীল মোড়কে বিলান প্রজ্ঞার প্রসাদ, কৌলীন আহার্য।

ভানের আতর মাখা তুলো গুঁজে চুপচাপ রেখেছেন কান,
অনার্য একলব্যের গুরুদক্ষিণায় তার ভরে না পরান ।
বদলে যায় পৌরাণিক প্রমিতি,আমি পরম বদলাই,
পরমেশ্বর ব্যতীত ত্রিভুবনে আমার অন্য পরম নাই ।