পদ্মা সেতু উদ্বোধনে আনন্দ র‌্যালি ও দোয়া মাহফিল

12

খাগড়াছড়ি জেলা প্রশাসন :
স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনকে ঘিরে খাগড়াছড়িতে বইছে উৎসবের আমেজ। এ উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। এছাড়া অনলাইনেরর মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনে সামিল হলেন খাগড়াছড়ি বাসীও। গত ২৫ জুন সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জেলা শহরের খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালযে মাঠে আয়োজন করা হয় বর্ণ্যাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে আয়োজন করেছে বর্ণ্যাঢ্য শোভাযাত্রার। এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি দেখানো হয়।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী শিক্ষক জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা, কর্মচারী সমবেত হয়ে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসক স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু অনুষ্ঠানের স্মৃতিময় আনন্দস্নাত গড়ে তোলে। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মং সার্কেল চীফ সাচিংপ্রæ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলৈন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, সরকারি, বেসরকারি কর্মকর্তাবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পদ্মা সেতুর উপলক্ষে সন্ধ্যায় খাগড়াছড়ি আলুটিলা পর্যটন এলাকা থেকে উড়ানো হবে হাজার ফানুস বাতি।

গুইমারা উপজেলা প্রশাসন :
‘পদ্মা সেতুর উদ্ধোধন একটি স্বপ্নের উন্মোচন’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আনন্দ র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজরী চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

পেকুয়া :
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় খতমে কোরআন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনীস্থ ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে এ আয়োজন করেন উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আজম। মো. আজমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম।
বিশেষ অতিথি নাজিম উদ্দিন, এফএম সুমন, আবদুল আলিম গিয়াস, কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফরিদুল আলম ও ফোরকান। এসময় ব্যবসায়ীবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খাবার বিতরণ করেন পেকুয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.আজম।

চন্দনাইশ :
সারাদেশের ন্যায় পদ্মার ঢেউ লেগেছে চন্দনাইশের রাজনৈতিক ও প্রশাসন মহলে। গত ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন উপলক্ষে চন্দনাইশ উপজেলা আ.লীগ, চন্দনাইশ থানা প্রশাসন, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চন্দনাইশ উপজেলা আ.লীগ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পুরাতন কলেজ গেইট থেকে খাঁনহাট পর্যন্ত র‌্যালি শেষে এক সমাবেশের আয়োজন করা হয়। পৌর আ.লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, আ.লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, নবাব আলী, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, এড. খোরশেদ বিন ইসহাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, পৌর আওয়ামী লীগের আহবায়ক এম কায়সার উদ্দীন চৌধুরী, আ.লীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, নবাব আলী প্রমুখ।

হাটহাজারী :
ইতিহাসের স্বাক্ষী পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে গত ২৫ জুন হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা, মহিলা আওয়ামী লীগ নেত্রী বিবি ফাতেমা শিল্পী’র নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। এ সময় উপস্থিত ছিলেন লাভলী ইয়াছমিন, ছেনোয়ারা বেগম, সুলতানা রিজিয়া, জেসমিন আক্তার, জাহেদা আক্তার, তাসমিন আক্তার, আয়েশা আমেনা, সতী বড়ুয়া, সবিতা বড়ুয়া প্রমুখ।