পদ্মা সেতুর সুবিধা বেশি নিচ্ছে জামায়াত-বিএনপির লোকেরাই : নাছির

25

পূর্বদেশ ডেস্ক

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পদ্মা সেতু যাতে না হয় সেজন্য শুরু থেকেই বিএনপি জামায়াত নানামুখী ষড়যন্ত্র করে এসেছে। দুর্নীতির ফতোয়া দিয়ে দাতা সংস্থাদের কাছে চিঠি চালাচালি করেছে। তাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। ড. ইউনূসকে দিয়ে বিশ্ব ব্যাংকের ঋণ বন্ধ করিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে শেষ পর্যন্ত আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। কীর্তিনাশা পদ্মার বুক চিরে দাঁড়িয়েছে স্বপ্নের সেতু। এর মাধ্যমে দেশের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। ব্যবসা বাণিজ্যের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। আর আজ যখন পদ্মা সেতুর মাধ্যমে নতুন বাণিজ্যিক সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা বেশি কাজে লাগাচ্ছে বিএনপি জামায়াতের লোকরাই। পদ্মা সেতু সংযুক্ত এলাকায় তারাই নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। অথচ জনগণের মাঝে পদ্মা সেতু নিয়ে এখনো বিভ্রান্তি ছড়াচ্ছেন। করোনা টিকার ক্ষেত্রেও তারা পঞ্চমুখে টিকার বদনাম রটিয়েছে। আবার প্রাণ বাঁচাতে সবার আগে কেন্দ্রে গিয়ে টিকা নিয়েছেন। গতকাল বুধবার দুপুরে পাহাড়তলী শেখ রাসেল শিশুপার্কে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের চট্টগ্রাম বিভাগীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। খবর বাংলানিউজের
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ, শফর আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খুলশী থানা আওয়ামী লীগের আহব্বায়ক মো. হোসেন হীরণ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, জাতীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক শ্রম বিষয়ক সম্পাদক রুবা আহসান, যমুনা ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. ইয়াকুব, সংরক্ষিত কাউন্সিলর আনজুমান আরা প্রমুখ বক্তব্য দেন।