পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ

29

পূর্বদেশ অনলাইন
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবক মারা গেছেন। রোববার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রোববার সন্ধ্যায় সেতুর ২৭ এবং ২৮ নম্বর পিয়ারের মাঝামাঝি এলাকায় ওই দুর্ঘটনার পর দুই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া জানান। তিনি বলেন, নিহত একজনের নাম ফজলু, বয়স ২৫ বছর। আর আলমগীর নামের অন্যজনের বয়স ২৫ বছর। দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এর আগে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাতে প্রতিযোগিতা করে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই আরোহী। সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে পড়ে গিয়ে দুই জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, আমরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এ সময় সেতুর ২৭ ও ২৮ নম্বর পিলারের মাঝখানে ঢাকামুখী লেনে দুই মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।