পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

2

 

উত্তর জেলা যুব মহিলা লীগ : চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে গতকাল ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপার নেতৃত্বে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী মিনা পারভিন হোসেন, শামীমা আকতার, ফাতেমা নারগিস হেলনা, পারভিন আকতার সহ প্রমুখ নেতৃবৃন্দ।

চট্টগ্রামস্থ বাগেরহাট কল্যাণ সমিতি : দক্ষিণ বঙ্গের প্রায় তিন কোটি মানুষের স্বপ্ন দুয়ার পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রামস্থ বাগেরহাট কল্যাণ সমিতির পক্ষ থেকে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা গত ২৫ জুন বিকাল চারটায় নগরের আগ্রাবাদ বাদামতল মোরে সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফা শেখ ও সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো. ইদ্রিস আলী সহ সাধারণ সম্পাদক শেখ কামরুল ইসলাম, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. কালিম শেখ, দপ্তর সম্পাদক খান আসলাম আলী, প্রচার সম্পাদক শেখ আবুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ ও পরিকল্পনা সম্পাদক মো. দিদার হোসেন, শ্রম সম্পাদক কাজী মো. আশিকুল ইসলাম, মহিলা সম্পাদক রাশিদা আকতার, যুব ও ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম শাহিন, আইন সম্পাদক মো. সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য ডা. অসিত কুমার মন্ডল, মো. নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, অমৃত লাল পান্ডে প্রমুখ।

বাগীশিক কেন্দ্রীয় সংসদ : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের প্রার্থনা সভা গত ২৫ জুন নগরীর আন্দরকিল্লাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাগীশিক কেন্দ্রীয় সংসদের আহবায়ক অধ্যক্ষ বিজয় লক্ষী দেবীর সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাড. প্রবীর কুমার ভট্টাচার্য্য।
সভায় বক্তব্য রাখেন বাগীশিক কর্মকর্তা অ্যাড. দিলীপ কুমার ভট্টাচার্য্য, লায়ন দিলীপ কুমার শীল, প্রীতম চৌধুরী, দেশপ্রিয় চৌধুরী বিনয়, ঝুন্টু চৌধুরী, পলাশ কান্তি নাথ রণী, অ্যাড. শুভাশীষ শর্মা, সজীব দত্ত সৌরভ, নয়ন কান্তি নাথ প্রমুখ। সভায় পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণের মতো দূরূহ কাজ সুসম্পন্ন করায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ‘পদ্মা বিজয়িনী’ উপাধিতে ভূষিত করেন। বিজ্ঞপ্তি