পদ্মার সুখ

18

                        
বিভা ইন্দু

পদ্মা নদীর বুকের ওপর
ইয়া বড় এক পুল
কর্ণফুলীর কন্যার কানে
ঝুমকো জবা ফুল

তিস্তা পাড়ের ডিঙ্গি নায়
নাইওরি যায় সুখে
মেঘনা নদীর ছলাৎ ঢেউ
কাঁদছে তারই দুখে!

সাঙ্গু পাড়ের রহিম মাঝি
উদাস বাঁশির সুরে
আষাঢ় মাসের গল্প কথা
কোন সে অচিনপুরে!

তিতাস আড়ে কদম কেয়া
কাশের ডগায় দোলা
বর্ষা নুপুর বিজলী পরীর
মনপাখি দিকভোলা
বুড়িগঙ্গায় জোয়ার জলে
রুম ঝুমাঝুম নাচ
ঢেউয়ে ঢেউয়ে ইচ্ছা পূরণ
পদ্মার ইলিশ মাছ।