পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ২১৩ কর্মকর্তা

2

জনপ্রশাসনে ২১৩ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করেছে সরকার।
গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য সরকারি দপ্তরে কর্মরত আছেন। বাকি ১০ কর্মকর্তা বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনে নিয়োজিত আছেন। ওই ১০ কর্মকর্তা নতুন পদে যোগদানের তারিখ থেকে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন-ভাতা পাবেন। তাদের বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতনস্কেল বহাল থাকবে। খবর বিডিনিউজের
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা ৪১১টি। সেখানে পদোন্নতির পর যুগ্ম সচিবের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জন। এর আগে গত বছর ৫ জুন ১২৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার।