পদক পেল ৩৪ হাজার জনসংখ্যার দেশ সান মারিনো

23

টোকিও অলিম্পিকের আসরে নতুন নতুন অনেক দেশই অলিম্পিকের ইতিহাসে তাদের প্রথম পদক পেয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম। মাত্র ৩৪ হাজার মানুষের সান মারিনোও পেল প্রথম অলিম্পিক পদকের স্বাদ।
টোকিও অলিম্পিকে নারীদের ট্র্যাপ শুটিংয়ে সান মানিরোর হয়ে প্রতিনিধিত্ব করতে আসেন শুটার আলেসান্দ্রা পেরিলি। সোনা কিংবা রুপার কোনোটিই জেতেননি তিনি। তবে ব্রোঞ্জ পদকটি ঠিকই নিজের ঝুঁলিতে পুড়েছেন তিনি। আর তাতেই সুখের কান্নায় ফেঁদে পড়েন পেরিলি। সেটা তো হবারই কথা, কেননা অলিম্পিকের ইতিহাসে এটিই সান মারিনোর প্রথম পদক। এর আগে ২০১২ সালে খুব কাছে গিয়েও পদক জেতা হয়নি তার। সেবার লন্ডন অলিম্পিকে তিনি হয়েছিলেন চতুর্থ।